ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মানিকগঞ্জে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
মানিকগঞ্জে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খন্দকার সাইফুল ইসলাম কমল হত্যা মামলার আসামি শিমুলকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামির উপস্থিতিতে রোববার (১৯ মার্চ) দুপুরের দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত শিমুল ঢাকা জেলার ধামরাই উপজেলার ইশাননগর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, জেলার সিংগাইর উপজেলার কাশিমপুর গ্রামে সাইফুল ইসলামের বাড়ি। ব্যবসার খাতিরে পাশের গ্রামের ফয়েজ আহাম্মদ তার ভাগ্নে শিমুলের সঙ্গে তার সম্পর্ক হয়। ব্যবসায়ীক কাজের সুবাদে শিমুল প্রায়ই সাইফুল ইসলামের বাড়িতে যাতায়াত করতেন। গত ২০১৪ সালের এপ্রিল মাসের ১৬ তারিখে সাইফুল ইসলামকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিয়ে যান শিমুল। একদিন পর জানা যায়, সাইফুল ধামরাই এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। পরে ধামরাই থানায় গিয়ে জানা যায় যে ওই দিন কোনো সড়ক দুর্ঘটনা ঘটেনি। ২০১৪ সালের এপ্রিল মাসের ২০ তারিখে এ ঘটনায় সিংগাইর থানায় মামলা দায়ের করা হয়। পরে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তদন্ত শেষে পরে সিআইডির সেই সময়ের উপপরিদর্শক (এসআই) কাজী আওয়াল ২০১৫ সালের ১ সেপ্টেম্বর শিমুলের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দেন। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক এ রায় দেন।

এসময় রাষ্টপক্ষের আইনজীবী ছিলেন মো. দেলোয়ার হোসেন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. ফরহাদ খান।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।