বরিশাল: বরিশাল নগরে ফেন্সিডিলসহ আটক সাতক্ষীরার মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় দিয়েছেন।
এছাড়াও মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশেষ পিপি একেএম আমিনুল ইসলাম সেন্টু।
তিনি জানান, রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্ত ও দণ্ডিত আসামি আদালতে
অনুপস্থিত ছিল। আত্মসমর্পণ করা কিংবা গ্রেফতারের পর থেকে দণ্ডিত পলাতক আসামির সাজা কার্যকর হবে বলে জানিয়েছেন বিশেষ পিপি।
দণ্ডিত সিরাজুল ইসলাম সিরাজ সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাধবকাঠি এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে। খালাস পাওয়া নজরুল ইসলাম একই উপজেলার ধানঘেরা এলাকার মৃত আজিবর হোসেনের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, ২০১৩ সালের ১৭ জানুয়ারি রাত ১০টায় বরিশাল নগরের কাশিপুর গনপাড়া এলাকায় চেকপোষ্ট স্থাপন করে র্যাব-৮ এর একটি দল। এ সময় ওই এলাকা অতিক্রমকারী একটি ট্রাককে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় ট্রাক নিয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে র্যাব সদস্যরা সিরাজকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ট্রাকের মধ্যে ৫টি বস্তা থেকে ৯৫০ বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন র্যাবের ডিএডি মোবারক ইসলাম বাদী হয়ে সিরাজ, নজরুল ও বাবু নামের তিনজনকে আসামি করে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা করে।
মামলার তদন্ত কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। বিচারক ৫ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এমএস/এসএ