কক্সবাজার: কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও এ মামলার নির্দোষ প্রমাণিত হওয়ায় এক আসামিকে খালাস দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
সাজাপ্রাপ্ত আসামি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মোহাম্মদ হাছানের ছেলে আহম্মদ কবির। এ মামলায় খালাস পেয়েছেন, একই এলাকার খুইল্ল্যা মিয়ার ছেলে নুর মোহাম্মদ ওরফে খুলু।
মামলার নথির বরাতে ফরিদুল বলেন, গত ২০২১ সালের ২৫ জানুয়ারি রাতে টেকনাফের সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় আহম্মদ কবিরের মালিকাধীন মুরগির খামারে অভিযান চালিয়ে ১ লাখ ২২ হাজার ১৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তৎকালীন র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একটি দল। এ সময় আহম্মদ কবিরসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরদিন এ ঘটনায় র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।
গত ২০২১ সালের ৬ মার্চ মামলার তদন্তকারি কর্মকর্তা তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। পরে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর (চার্জগঠন) আদেশ দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। মঙ্গলবার মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। বিচারে মামলার প্রধান আসামি আহম্মদ কবির দোষী সাব্যস্ত হওয়ায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। এ সময় বিচারক তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় নুর মোহাম্মদ ওরফে খুলু নামের এক আসামি বিচারক খালাস দিয়েছেন।
মামলার রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান ফরিদুল আলম।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এসবি/এএটি