ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আইন ও আদালত

বাগেরহাটে এনজিও কর্মীকে ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
বাগেরহাটে এনজিও কর্মীকে ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন

বাগেরহাট: বাগেরহাটে এনজিও কর্মীকে দলবদ্ধ ধর্ষণ ও ছবি ধারণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (০২ এপ্রিল) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।  

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- ফকিরহাট উপজেলার জারিয়া মাইট কুমরা গ্রামের শের আলীর ছেলে মো. মামুন শেখ, ছোট খাজুরা গ্রামের মিরাজ নিকারির ছেলে মো. ফিরোজ নিকারি এবং ভট্ট বালিয়াঘাট এলাকার মুজিবুর বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস। এদের মধ্যে মো. ফিরোজ নিকারি পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে ফকিরহাট উপজেলার জারিয়া মাইটকুমড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকা অবস্থায় এক এনজিও কর্মীকে জোরপূর্বক ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণ করেন কয়েক যুবক। পরের দিন ওই নারী বাদী হয়ে ফকিরহাট থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওইদিনই পুলিশ মো. মামুন শেখ নামে এক আসামিকে গ্রেপ্তার করেন। পরে ইব্রাহিম বিশ্বাস নামক আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ধর্ষণ ও পর্নগ্রাফি মামলার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেইসঙ্গে আসামিদের দশ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।