ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হবিগঞ্জে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মে ৯, ২০২৩
হবিগঞ্জে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

হবিগঞ্জ: হবিগঞ্জে তোঁতা মিয়া হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড, দুইজনকে যাবজ্জীবন ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ মে) হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক এ রায় দেন।

 

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন-উপজেলার দীঘলবাক গ্রামের ভিংরাজ মিয়া, সিজিল মিয়া, ফজল মিয়া, জিতু মিয়া ও শাহ আলম।
 
এছাড়া ইউনুছ মিয়া ও আব্দুল্লাহ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
 
বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল কাইয়ুম, মাসুক মিয়া, অমৃত মিয়া, সফিক মিয়া, শহিদ মিয়া ও সাইফুল ইসলাম।
 
হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. ওমর আলী বাংলানিউজকে জানান, রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ১৩ জন আসামির সবাই আদালতে উপস্থিত ছিলেন। তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের পহেলা আগস্ট দীঘলবাক গ্রামের তোঁতা মিয়াকে পিটিয়ে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন। পরদিন নিহতের ছেলে আব্দুল কাইয়ুম ৩৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় ১৩ জনকে অপরাধের মাত্রা অনুযায়ী এ সাজা দেন বিচারক। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় বাকিদের খালাস দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।