ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

দুজন যাত্রী বহন করায় ৬ বাইকারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৯, মে ১২, ২০২৩
দুজন যাত্রী বহন করায় ৬ বাইকারকে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দু’জন করে যাত্রী বহনের অপরাধে ছয় মোটরসাইকেল (বাইক) চালককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে তারা দেখেন বাইকচালকরা তাদের পেছনে দুইজন করে যাত্রী বহন করছেন। এসময় ছয়জন বাইক চালকের গতি রোধ করে মোট সাড়ে ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

বানিয়াচং থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মে ১২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।