ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় ১০ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় নয় পর রায় ঘোষণা করা হয়েছে। এ মামলার আসামি নজরুল ইসলাম খোকনকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার (১৫ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৩ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হ্যাপী এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামি খোকনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।
রায় ঘোষণার জন্য খোকনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাশেদুল ইসলাম এ তথ্য জানান।
জানা যায়, ২০১৪ সালের ৮ নভেম্বর দুপুর দেড়টার দিকে ভিকটিম বাসার পাশে খিলগাঁওয়ের সিপাহীবাগের মেরাদিয়া এলাকায় খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে ফেরার পথে দুপুর ২টার দিকে খোকন ভিকটিমকে চকলেট খাওয়ানোর কথা বলে বাসায় নেয়। সেখানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় পরদিন ভিকটিমের মা খিলগাঁও থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান ওই বছরের ৩০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচারকালে আদালত পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মে ১৫, ২০২৩
কেআই/এএটি