রাজশাহী: প্রধানমন্ত্রীকে হুমকির ঘটনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের নামে আরেকটি মামলা হয়েছে।
সোমবার (২২ মে) নগরীর কাশিয়াডাঙা থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সোমবার রাত ৯টার দিকে নতুন এ মামলার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিস্ফোরক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার থানায় এ মামলাটি দায়ের করা হয়েছে।
ওসি মো. মনিরুজ্জামান জানান, ককটেল বিস্ফোরণ, নাশকতার পরিকল্পনা ও আগামীর নির্বাচন বানচালের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় তাকে গ্রেফতারের জন্য পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।
এদিকে হুমকির ঘটনায় রোববার (২১ মে) রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এরপর থেকে তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন৷
তবে যেকোনো সময় চাঁদ গ্রেফতার হবে বলেও উল্লেখ করেন এসপি।
এর আগে গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।
এর আগেও তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। এই অভিযোগে গত বছরের ২৬ জুলাই মানহানির মামলা করা হয়। ওই মামলায় তিনি কিছুদিন আগে গ্রামীণ পেয়ে কারাগার থেকে মুক্ত হন।
আরও পড়ুন>>
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, যেকোনো সময় গ্রেপ্তার চাঁদ
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মে ২২, ২০২৩
এসএস/এএটি