ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

প্রধান বিচারপতির সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সৌজন্য সাক্ষাৎ   

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৮, মে ২২, ২০২৩
প্রধান বিচারপতির সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সৌজন্য সাক্ষাৎ 

 

 

ঢাকা: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল।  

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

সোমবার (২২ মে) সুপ্রিম কোর্টে এ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, অবৈতনিক সদস্য মো. আমিনুল ইসলাম, অ্যাডভোকেট কাওসার আহমেদ, সচিব নারায়ণ চন্দ্র সরকার, পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের চেয়ারম্যান কমিশনের বিভিন্ন চলমান কার্যক্রম সম্পর্কে  প্রধান বিচারপতিকে অবহিত করেন এবং মানবাধিকার কমিশনের অভিযোগ ব্যবস্থাপনা, বেঞ্চ পরিচালনা এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া বিষয়ে আলোচনা করেন। প্রধান বিচারপতি কমিশনের কার্যক্রমের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন এবং মানবাধিকার সুরক্ষায় কমিশনকে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
 
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা,মে ২২,২০২৩
ইএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।