ঢাকা: দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার মানহানি মামলা স্থগিত করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৩ মে) বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের জন্য মামলা স্থগিত করে রুল জারি করেছেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
আদেশের বিষয়টি তিনি নিশ্চিত করে জানান, গত বছরের ৩১ অক্টোবর ‘ঋণের নামে হাতিয়েছে ১০ হাজার কোটি টাকা’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাব। এ ঘটনা সংক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জনৈক মুরাদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীনসহ প্রতিবেদককে বিবাদী করা হয়। এরপর দু’জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।
পরে জামিন নিয়ে তারা হাইকোর্টে মামলাটি বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আজ রুল জারি করে মামলাটি ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মে ২৩, ২০২৩
ইএস/জেডএ