ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মে ২৫, ২০২৩
সিলেটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন প্রতীকী ছবি

সিলেট: মাদক মামলায় সিলেটে মো. দিলাল উদ্দিন (২৭) নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দিলাল উদ্দিন সিলেটের গোয়াইন ঘাট উপজেলার ধর্মগ্রামের মৃত তেরা মিয়ার ছেলে।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২২ জুলাই ৪ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ৪৮০ বোতল ভারতীয় নিষিদ্ধি ‘টপেক্স সিডি’ সিরাপসহ দিলালকে আটক করে র‌্যাব। পরদিন ২৩ জুলাই র‌্যাব-৯ এর এসআই প্রণব রায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে একমাত্র দিলালকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলাটি আদালতে বিচারের জন্য রেকর্ড করা হয় এবং অভিযোগ গঠনের পর দীর্ঘ শোনানি ও সাক্ষিদের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন বিচারক।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন, সিলেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মঞ্জুর কাদির।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এনইউ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।