ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দ. কোরিয়া সফরে প্রধান বিচারপতি, দায়িত্বে বিচারপতি মো. নূরুজ্জামান 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মে ২৯, ২০২৩
দ. কোরিয়া সফরে প্রধান বিচারপতি, দায়িত্বে বিচারপতি মো. নূরুজ্জামান  বিচারপতি মো.নূরুজ্জামান।

ঢাকা: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতিকালীন প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের বিচারপতি মো.নূরুজ্জামান।  
সোমবার (২৯ মে) সুপ্রিম কোর্ট প্রশাসনে পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো.গোলাম রব্বানী জানান, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতের আমন্ত্রণে এক সিম্পোজিয়ামে অংশ নিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৮ মে থেকে ২ জুন পর্যন্ত সিউলে অবস্থান করবেন।  

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ১৭ মে’র প্রজ্ঞাপন অনুসারে রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতকালীন সময়ে অর্থাৎ ২৮ মে থেকে ২ জুন অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ হতে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো.নূরুজ্জামানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ২৯, ২০২৩
ইএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।