ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ময়মনসিংহে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
ময়মনসিংহে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন

ময়মনসিংহ: ময়মনসিংহে তাসলিমা নামে এক নারীকে হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ দায়রা জজ মো. শাহাদত হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবদুল মালেক খান, আবদুল হাই খান এবং আব্দুল কাইয়ূম খান। তারা সবাই সদর উপজেলার চর আনন্দিপুর গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আবদুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০০২ সালের ৮ নভেম্বর আসামিদের হাতে খুন হন তাসলিমা খাতুন নামে এক নারী। এ ঘটনায় তার চাচা আবদুল লতিফ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল হলে দীর্ঘ ২১ বছর পর আদালত এ রায় ঘোষণা করেন।

বাদী পক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তবে আসামিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।