ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

‘জাতীয় জনতা পার্টি’কে নিবন্ধন না দেওয়ায় হাইকোর্টের রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
‘জাতীয় জনতা পার্টি’কে নিবন্ধন না দেওয়ায় হাইকোর্টের রুল

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে ‘জাতীয় জনতা পার্টি’কে নিবন্ধন না দেওয়া প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

দলটির সাধারণ সম্পাদকের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (৩০ জুলাই) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

রুলে জাতীয় জনতা পার্টিকে নিবন্ধন না দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া চিঠি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, ইসি, ইসির সচিবসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবীর আকন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. মুজিবুল হক।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল।

পরে আইনজীবী মো. হুমায়ূন কবীর আকন জানান, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছিল জাতীয় জনতা পার্টি। কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে গঠনতন্ত্রে কেন্দ্রীয় কমিটিসহ সব পর্যায়ে কমিটির সদস্য নির্বাচিত করার বিধান না রাখাসহ কয়েকটি দিক বিবেচনায় আবেদন নামঞ্জুর করে ইসি।

নামঞ্জুর সংক্রান্ত নির্বাচন কমিশনের গত ১০ এপ্রিলের এ সংক্রান্ত চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী ২০ জুলাই হাইকোর্টে রিট করেন।

এ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন বলে জানান মো. হুমায়ূন কবীর আকন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।