ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আইন ও আদালত

প্রতারণার মামলায় অভিনেত্রী জেবার তিন বছর কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
প্রতারণার মামলায় অভিনেত্রী জেবার তিন বছর কারাদণ্ড  জেবা চৌধুরী । ছবি: সংগৃহীত

ঢাকা: প্রতারণার করে অর্থ আত্মসাতের মামলায় অভিনেত্রী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে পৃথক দুই ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলামের আদালত মঙ্গলবার (২৯ আগস্ট) এ রায় দেন।

 

বুধবার (৩০ আগস্ট) মামলার বাদী অ্যাডভোকেট মাহবুব হাসান রানা রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান।  

তিনি বলেন, প্রতারণার অভিযোগে দণ্ডবিধির ৪২০ ধারায় দুই বছর ও অর্থ আত্মসাতের অভিযোগে দণ্ডবিধির ৪০৬ ধারায় তাকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেবা চৌধুরী পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।  

২০২২ সালের ৮ মে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে জেবার বিরুদ্ধে আদালতে মামলা করেন আইনজীবী মাহবুব হাসান রানা।

মামলার অভিযোগে বলা হয়, বাদীর কাছে জেবা চৌধুরী একটি গাড়ি (প্রাইভেটকার) ৭ লাখ টাকায় বিক্রি করেন। একটি চুক্তিপত্রের মাধ্যমে ২০২২ সালের ২০ মার্চ জেবা চৌধুরী সব টাকা বুঝে নেন। তবে গাড়ির কাগজপত্র আপডেট না থাকায় গাড়ি হস্তান্তর করেননি। চুক্তিপত্রে বলা হয়েছিল, বিআরটিএ থেকে সমস্ত কাগজপত্র ঠিক করে ১৫ দিনের মধ্যে গাড়ি হস্তান্তর করবেন। কিন্তু বাদীর টাকা নিয়ে আসামি আর গাড়ি হস্তান্তর করেননি। এ ঘটনায় মামলা হলে গ্রেপ্তার হন জেবা। এরপর জামিন নিয়ে আর আদালতে হাজিরা দেননি।  

এ বছর ৮ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পরে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
কেআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।