ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

লক্ষ্মীপুরে বিএনপির আরও ১৬ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
লক্ষ্মীপুরে বিএনপির আরও ১৬ নেতা কারাগারে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিএনপির আরও ১৬ নেতা কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দুই আদালতে তারা জামিন আবেদন করেন।

পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিচারক ফারহানা ভূঁইয়া যে সাতজনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন, তারা হলেন- লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভি, যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হোসেন রনি, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক কাউসার হোসেন, সদর (পশ্চিম) উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন, পার্বতীনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মুরাদ হোসেন, লক্ষ্মীপুর পৌর সাত নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মুশফিক মাহমুদ সাদনান ও চররমনী ইউনিয়ন বিএনপি কর্মী বোরহান ভাণ্ডারি।

অন্যদিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মমিনুল হাসান নয়জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদের নাম পদবি জানা যায়নি।  

বিবাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আহমেদ ফেরদৌস মানিক বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, পৃথক দুই আদালতে বিএনপি নেতারা উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন।  অন্যদিকে রোববার একই মামলায় ৯ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন।

তারা হলেন- লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সহসভাপতি আব্দুর রহিম রাজন, নাদিম মাহমুদ জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বুলেট, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়জিদ হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা বাবুল হোসেন, যুবদল কর্মী মো. সোহেল। একইসঙ্গে এইদিন আদালতে উপস্থিত না হওয়ায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খাঁয়ের ভূঁইয়া, জেলা বিএনপি সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

১৮ জুলাই লক্ষ্মীপুরে ত্রিমুখী সংঘর্ষ ও সজীব হত্যার ঘটনায় সদর মডেল থানায় ১৯ জুলাই রাতে ৪টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। সজীবের মেঝ ভাই মো. সুজন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।  

এছাড়া শহরের দক্ষিণ মজুপুর এলাকায় কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন রাজুর বাসভবন ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনি নিজেই ৩শ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন।

এছাড়া দায়িত্ব পালন কাজে বাধাসহ পুলিশকে আহত করার ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বাদী হয়ে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান করে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপচিয় ১৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বিস্ফোরক ও নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন। এ মামলাতেও বিএনপি নেতা এ্যানিকে প্রধান করে ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০০ জনকে আসামি করা হয়েছে। ২৭ জুলাই উচ্চ আদালত থেকে দুই মামলায় এ্যানিসহ ১২ জনকে জামিন দেন আদালত। জামিনের মেয়াদ শেষে আইনজীবীর মাধ্যমে জেলা জজ আদালতে জামিন আবেদন করেন তারা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।