ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

টাঙ্গাইলে মাদক মামলায় আসামির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
টাঙ্গাইলে মাদক মামলায় আসামির যাবজ্জীবন

টাঙ্গাইল: টাঙ্গাইলে মাদক মামলায় মো. আমিনুর রহমান (৩৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- প্রথমের বিচারক মো. মোস্তফা শাহরিয়ার খান এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।  

মো. আমিনুর রহমান মির্জাপুর উপজেলা পানিশাইল গ্রামের মৃত তোরাব আলীর ছেলে।  

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস আকবর খান জানান, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মির্জাপুর উপজেলার পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ আমিনুর রহমানকে আটক করে। পর দিন জেলা গোয়েন্দা পুলিশের সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বাদী হয়ে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমিনুরের নামে মামলা দায়ের করেন। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের সেই সময়ের উপ-পরিদর্শক ওবায়দুর রহমান গত বছরের ২৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে নয়জনের সাক্ষ্য নেওয়ার পর অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।