ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

সরকারি ওষুধ দেওয়ার কথা বলে রোগীদের টাকা হাতিয়ে নিত তারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
সরকারি ওষুধ দেওয়ার কথা বলে রোগীদের টাকা হাতিয়ে নিত তারা

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) সরকারি ওষুধ দেওয়ার কথা বলে এবং উন্নত পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার নামে অসহায় রোগীদের ও তাদের স্বজনদের থেকে টাকা হাতিয়ে নিত এক দল দালাল।

অবশেষে হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ এর সদস্যরা।

একই দিনে তাদের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।  

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হকের নেতৃত্বে র‌্যাব সদস্যদের সঙ্গে নিয়ে এই ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত হলেন- শামছুল আলম (৪১), বিজয় দাস হরিজন (৪৫), তুষার আহম্মেদ (২৬), রতন মিয়া (৪৭), আলাল উদ্দিন (৩২), জুয়েল মিয়া (২৬) ও পাভেল (২৩)।  

র‍্যাব-১৪’র উপপরিচালক মো.আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, আটকৃতরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় রোগীদের সরকারি ওষুধ দেওয়ার কথা বলে এবং উন্নত পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিত। এসবের মাধ্যমে তারা বিভিন্ন সময় হাসপাতাল কর্তৃপক্ষের কাজে বাধা দিয়ে আসছিল।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।