ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

৪ নভেম্বর দেশে আসছেন মালদ্বীপের প্রধান বিচারপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
৪ নভেম্বর দেশে আসছেন মালদ্বীপের প্রধান বিচারপতি

ঢাকা: আগামী ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম আদনান।

সোমবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, আগামী ৪ নভেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৩টায় ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান’ এবং ‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন মালদ্বীপের প্রধান  বিচারপতি উজ. আহমেদ মুথাসিম আদনান (Justice Uz. Ahmed Muthasim Adnan).

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
ইএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।