ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট-বিচারপতিদের বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতে সভা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
সুপ্রিম কোর্ট-বিচারপতিদের বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতে সভা

ঢাকা: সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির বাসভবন ও ২০ তলা জাজেস কোয়ার্টারের নিরাপত্তা নিশ্চিত করতে সভা করেছে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ।

সভায় বিচারপতি, অ্যাটর্নি জেনারেল,আইনজীবী সমিতির সভাপতি, পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা অংশ নেন।

সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে গঠিত জাজেস কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সভাপতিত্বে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

সভায় সুপ্রিম কোর্ট কম্পাউন্ডের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রধান বিচারপতির বাসভবন, ২০ তলা জাজেস কোয়ার্টারের নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  

সভায় উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, পুলিশ মহাপরিদর্শকের প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং পুলিশের বিশেষ ব্রাঞ্চের (এসবি) প্রতিনিধি।

এছাড়াও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং উভয় বিভাগের রেজিস্ট্রারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির সরকারি বাসভবনে হামলা করা হয়। এ ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে কারাবন্দি রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।