বরগুনা: বরগুনায় ফাঁদে ফেলে শতাধিক কুকুর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত তিনজনের নামে আদালতে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে মো. আনিচুর রহমান নামে স্থানীয় এক বাসিন্দা বরগুনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে এ মামলা দায়ের করেন। পরে আদালতের বিচারক মাহবুব আলম মামলাটি আমলে নিয়েছেন।
মামলার আসামিরা হলেন- মো. রাকিব পঞ্চায়েত (৩০), মো. মাওলা পঞ্চায়েত (৪৮), মো. আবু পঞ্চায়েত (৫৫) তাদের সবার বাড়ি বরগুনা সদর উপজেলার ৯ নম্বর ইউনিয়নের খাকবুনিয়া গ্রামে।
মামলার সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ নভেম্বর) সকালে আসামিদের বাড়ির পাশে দড়ি দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন। এসময় আমার পোষ্য কুকুরটি ঐ ফাঁদে আটকা পড়লে ১ নম্বর আসামি লোহার টেঁটা দিয়ে আমার পালিত কুকুরটিকে হত্যা করে। কুকুরটির ৫টি দুগ্ধপোষ্য ছানা রয়েছে। এ ঘটনার দুইদিন আগে ৪ নম্বর সাক্ষীর একটি পোষ্য কুকুর এবং ৫ নম্বর সাক্ষীর একটি গর্ভবর্তী পোষ্য কুকুরকে বেআইনিভাবে আটকিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করে। এছাড়াও চলতি বছরে প্রায় শতাধিক কুকুর ফাঁদ পেতে হত্যা করেছেন তারা।
মামলার আইনজীবী নেপোলিয়ন বলেন, কুকুর হত্যার অভিযোগে বরগুনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাণী কল্যাণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এসএম