ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

কেন্দুয়ার অবৈধ ইটভাটা সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
কেন্দুয়ার অবৈধ ইটভাটা সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ

ঢাকা: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার অবৈধ ইট ভাটা সাত দিনের মধ্যে বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে অবৈধ ইটভাটা পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নামের তালিকা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

দুই সপ্তাহের মধ্যে নামের তালিকা দিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

জাতীয় দৈনিকে ‘অনুমোদনহীন ১০টি ভাটায় পরিবেশের বারোটা’ শীর্ষক প্রকাশিত সংবাদ যুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট করা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রুলে অবৈধ ইটভাটা পরিচালনা বন্ধে বিবাদীদের নিষ্ক্রীয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

মনজিল মোরসেদ জানান, আদালত রুল জারি করে জেলা প্রশাসককে ৭ দিনের মধ্যে অবৈধ ইট ভাটা বন্ধের ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এছাড়া অবৈধ ইটভাটা পরিচালনার সাথে জড়িত ব্যক্তিদের নামের তালিকাও দেওয়ার নির্দেশ দেন। আদেশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসককে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।