ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ময়মনসিংহ-১০

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন ড. দিপু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন ড. দিপু

ঢাকা: এক শতাংশ ভোটারের সমর্থন নিয়ে জটিলতায় ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. মোহাম্মদ আবুল হোসেন দিপুর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

আবুল হোসেন দিপুর করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর)  বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মুঞ্জুরুল হক ও অ্যাডভোকেট গোলাম রব্বানী।

এক শতাংশ ভোটারের সমর্থন জটিলতায় গত ৩ ডিসেম্বর রিটার্নিং অফিসার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. মোহাম্মদ আবুল হোসেন দিপুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এরপর তিনি আপিল করেন। কিন্তু সে আপিল নামঞ্জুর করা হয়। এরপর এই স্বতন্ত্র প্রার্থী হাইকোর্টে রিট করেন।

আবুল হোসেন দিপু ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।