ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে: হাইকোর্ট 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে: হাইকোর্ট 

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের (যাত্রাবাড়ী ও শ্যামপুর) গেজেট প্রকাশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী সানজিদা খানমের রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) বিচারপতি বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহার হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।



আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, মোতাহার হোসেন সাজু ও এবিএম আলতাফ হোসেন।

মোতাহার হোসেন সাজু জানান, অনিয়মের অভিযোগে ১৮ কেন্দ্রে পুনরায় ভোট চেয়ে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছিলেন। একটি কমিটি করে সেই আবেদনের ওপর ১০ দিনের মধ্যে ইনকোয়ারি করতে বলা হয়েছে। আর ইনকোয়ারি রিপোর্ট দাখিল করতে বলেছেন। এসময় পর্যন্ত ঢাকা-৪ আসনের নির্বাচনের গেজেট প্রকাশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।

এর আগে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। ট্রাক প্রতীক নিয়ে তিনি ২৪ হাজার ৭৭৫ হাজার ভোট পেয়েছেন।  

অপরদিকে নৌকা প্রতীক নিয়ে নিয়ে সানজিদা খানম পান ২২ হাজার ৫৭৭ ভোট। আর বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭৯৮ ভোট।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।