নীলফামারী: ১৯ বছর পর বাতিল সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা আত্মসাতের মামলায় ডাকঘরের সাবেক ছয় কর্মকর্তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৫ জানুয়ারি) রংপুর বিশেষ জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন - রংপুরের প্রধান ডাকঘরের প্রাক্তন সহকারী পোস্ট মাস্টার আবুল কালাম আজাদ, সাবেক লেজার অপারেটর হাবিবুর রহমান, আব্দুল মালেক, অশোক কুমার নাথ, কাউন্টার অপারেটর মতিউল ইসলাম ও মওদুদ হাসান।
রায় ঘোষণার সময় আদালতে কাঠগড়ায় চার আসামি উপস্থিত ছিলেন। অপর পলাতক দুই আসামি মওদুদ হাসান ও কুমার নাথের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
রংপুর বিশেষ জজ আদালতের পিপি একেএম হারুন-উর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালে কুড়িগ্রাম প্রধান ডাকঘরে কর্মরত থাকাকালে ছয় আসামি যোগসাজশ করে কয়েকটি হিসাবের লেজারে ভুয়া টাকার অঙ্ক দেখিয়ে বাতিলকৃত সঞ্চয়পত্র ভাঙিয়ে ১২ লাখ ২০ হাজার ৪৯২ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০০৫ সালের ৯ মে কুড়িগ্রাম ডাকঘরের পোস্ট অফিস পরিদর্শক এসএম শাহাদাত সুলতান বাদী হয়ে কোতোয়ালি থানায় অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ১৯ বছরে মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ সোমবার আদালতের বিচারক তাদের নয় বছরের সশ্রম কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এসএএইচ