ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মাদক মামলায় ৮৩ বছরের বৃদ্ধের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
মাদক মামলায় ৮৩ বছরের বৃদ্ধের যাবজ্জীবন

নড়াইল: নড়াইলে একটি মাদক মামলায় আব্দুস ছত্তার কবিরাজ নামে ৮৩ বছরের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া  হয়েছে।

অপরাধ প্রমাণ না হওয়ায় মামলার অপর আসামি সুজন শিকদারকে (২৩) খালাস দিয়েছেন আদালত।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আকরাম হোসেন এ রায় দেন।
 
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আব্দুস ছত্তারের বাড়ি যশোর জেলার শংকরপুর গ্রামের ভাংগাড়ি পট্টি (আশ্রাম রোড) এলাকায়। তিনি বর্তমানে পলাতক।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৮ জুন কালিয়া থানার পেরুলি পুলিশ ফাঁড়ির একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। ওই সময় ফাজেল মোল্লা সড়কের সামনে একটি ব্যাগে নারিকেলের মধ্যে বিশেষ কায়দায় রাখা ৪০ বোতল ফেনসিডিলসহ আব্দুস ছত্তার কবিরাজ ও সুজন শিকদারকে আটক করা হয়। ওই রাতে কালিয়া থানায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।