ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

১৪ বছর আগের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
১৪ বছর আগের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নড়াইল: নড়াইলে ১৪ বছর আগের একটি মাদক মামলায় মো. আব্দুল কাদের বিশ্বাস (৪০) নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কাদের বিশ্বাস যশোর চৌগাছার মোহাম্মদপুরের করিম বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে পলাতক।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যার দিকে সদর উপজেলার সিতারামপুর ব্রিজের পাশে যশোর থেকে নড়াইলগামী একটি বাসে তল্লাশিকালে মো. আব্দুল কাদের বিশ্বাসকে পাঁচ লিটার ফেনসিডিলসহ আটক করে পুলিশ। রাতেই তার নামে সদর থানায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আটজনের সাক্ষ্য নেওয়া হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।