ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

নড়াইল জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে উত্তম-পরিতোষ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
নড়াইল জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে উত্তম-পরিতোষ  উত্তম ও পরিতোষ

নড়াইল: নড়াইল জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকট উত্তম কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট পরিতোষ কুমার বাগচী নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বার্ষিক এ নির্বাচনে ভোটগ্রহণ হয়।

বিকেলে ভোট গণনা শেষে এ নির্বাচনের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস কে নূর মোহাম্মদ এ ফলাফল ঘোষণা করেন।

মোট ১৪৬ জন ভোটারের মধ্যে ১৪২ জন ভোট দিয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে অ্যাডভোকেট শরিফুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. টুটুল সিকদার, লাইব্রেরি সম্পাদক পদে রাজিব আহমেদ রাজিব, আইন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. রাকিব হাসান এবং সদস্য পদে মো. জিয়াউর রহমান, মো. ইকবাল হোসেন, ইমরুল হাসান, জাহিদুল ইসলাম ও শিমুল ফকির নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।