ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

নড়াইলে মাদক বিক্রেতার যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
নড়াইলে মাদক বিক্রেতার যাবজ্জীবন

নড়াইল: নড়াইলে একটি মাদক মামলায় নাছির উদ্দিন শেখ (৪৮) নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন ও তার সহযোগীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার  (৮ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা অতিরিক্ত দায়রা জজ মুহাম্মাদ আকরাম হোসেন এ রায় দেন।

এসময় আসামিরা আলাদতে উপস্থিত ছিলেন।

নাছির উদ্দিন শেখ নড়াইল সদরের রগুনাথপুর গ্রামের শেখ রোস্তম আলীর ছেলে।

এ মামলায় তাকে যাবজ্জীবন দণ্ডাদেশ ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তার সহযোগী মুহাম্মদ আলম শেখ নড়াইল সদরের নাকসী গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে। তাকে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২২ অক্টোবর নড়াইল শহরতলীর মালিবাগ মোড় থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ নাছির ও আলমকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। ওই রাতেই তাদের নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এ মামলায় আটজনের সাক্ষ্য নেওয়া হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।