ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:৩৩ পিএম, ফেব্রুয়ারি ১২, ২০২৪
মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব

ঢাকা: যৌতুক আইনের একটি মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকার পরও আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়ার ঘটনার ব্যাখ্যা দিতে মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেনকে তলব করেছেন হাইকোর্ট।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ১০ মার্চ তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সগির হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির।

পরে সগির হোসেন লিওন জানান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে এজন্য তলব করেছেন যে, ৪ সেপ্টেম্বর একটি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। তার মেয়াদ শেষ হবে ৩ মার্চ। তিনি হাইকোর্ট বিভাগের আদেশ পাওয়া সত্ত্বেও ছয় মাস মেয়াদ শেষ হওয়ার আগে আসামিকে হাজির হওয়ার জন্য একটা আদেশ দিয়েছেন। সেই আদেশ হাইকোর্ট বিভাগের নজরে এলে হাইকোর্ট বিভাগ তার কাছে ব্যাখ্যা চেয়েছেন। আগামী ১০ মার্চ হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
ইএস/এএটি

বাংলাদেশ সময়: ২:৩৩ পিএম, ফেব্রুয়ারি ১২, ২০২৪ / এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।