ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আইন ও আদালত

টাঙ্গাইলে স্কুলছাত্রী ধর্ষণ: দুই যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
টাঙ্গাইলে স্কুলছাত্রী ধর্ষণ: দুই যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইল: স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে টাঙ্গাইলে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহবুবুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-সখীপুর উপজলার মহানন্দপুর গ্রামের মো. আসলামের ছেলে সাগর আহমেদ (২১) এবং একই উপজেলার জিতাশ্বরি মরিচপুরিচালা গ্রামের মৃত আবু সাইদের ছেলে নাইচ আহমেদ (২১)।  
 
অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অপর আসামি ফরহাদ হোসেনকে খালাস দিয়েছেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সাগর আহমেদ। ২০২২ সালের ২৯ জুন রাত ৯টার দিকে নাইচকে নিয়ে ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে আসেন তিনি। পরে ওই ছাত্রীকে বাসারচালা পশ্চিমপাড়ার একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন সাগর। পরদিন তিনি ওই একই স্থানে ডেকে নিয়ে মেয়েটিকে আবার ধর্ষণ করেন। টের পেয়ে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।