ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নড়াইলে মাদক মামলায় ৪ ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
নড়াইলে মাদক মামলায় ৪ ব্যক্তির যাবজ্জীবন

নড়াইল: নড়াইলে ২২৩ বোতল ফেনসিডিল রাখার অভিযোগে করা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মোহাম্মদ আকরাম হোসেন এ রায় দেন।

 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার পূর্ব সোনাপুর গ্রামের ফজল আহমেদের ছেলে সোহেল রানা, যশোর জেলার কোতোয়ালি থানার পূর্ব চাঁদপুর গ্রামের মৃত ময়েলেস মণ্ডলের ছেলে রবিউল ইসলাম, একই থানার দাইতলা মোড়ের বাবুর আলী মোল্লার ছেলে সবুজ হোসেন আরমান এবং ওই এলাকার জুলফিকার আলী মোল্লার ছেলে তারেক আজিজ সুজন।

রায় ঘোষণার সময় রবিউল ইসলাম ও সবুজ হোসেন আরমান আদালতে উপস্থিত থাকলেও সোহেল রানা এবং তারেক আজিজ সুজন পলাতক।  

নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর সিদ্দিকী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৮ এপ্রিল বিকেলে নড়াইল-যশোর মহাসড়কের সীতারামপুর এলাকা থেকে ২২৩ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম এবং সবুজ হোসেন আরমানকে আটক করে নড়াইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। ওই সময় তাদের সঙ্গে থাকা সোহেল রানা এবং তারেক আজিজ সুজন পালিয়ে যান।  

এ ঘটনায় ওই দিন রাতেই তাদের নামে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়।

পরে ওই আসামিদের অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।