ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

মানিকগঞ্জ পৌর মেয়রের নামে গ্রেপ্তারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, এপ্রিল ২৮, ২০২৪
মানিকগঞ্জ পৌর মেয়রের নামে গ্রেপ্তারি পরোয়ানা

মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী দুর্নীতি মামলায় কোর্টে হাজির না হওয়ায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুরের দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দুদকের আইনজীবী আজিজ উল্লাহ বলেন, পৌর মেয়র রমজান আলীর নামে তিনটি দুদকের মামলা আদালতে বিচারাধীন। রোববার (২৮ এপ্রিল) ওই মামলায় হাজির হননি পৌর মেয়র রমজান আলী। বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পৌর মেয়র রমজান আলীর আইনজীবী এটিএম শাহজাহান বলেন, দুদকের মামলায় মেয়র রমজান জামিনে ছিলেন। মেয়র চীনে থাকায় আদালতে আজ হাজির হতে পারেননি। ব্যক্তিগত কাজে বিদেশ থাকার কারণে বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মেয়র দেশে আসার পর আদালতে জামিন প্রার্থনা করলে তার জামিন হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।