বান্দরবান: জেলায় শিশু অপহরণের দায়ে মো. শহিদুল্লাহ (৫৭) নামের এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মে) সকালে আসামির উপস্থিতিতে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ রায় দেন। কারাদণ্ড পাওয়া মো. শহিদুল্লাহ (৫৭) কক্সবাজারের মহেশখালী উপজেলার ধইলের পাড় এলাকার বাসিন্দা। বিচার চলাকালীন সময়ে তিনি জেল হাজতে বন্দি ছিলেন এবং রায় ঘোষণায় সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বাসিং থুয়াই মারমা এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে জেল হাজতে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ জুলাই ছেলে নাঈমকে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন মো. আবদুল মান্নান। এ সময় নাঈমের পাঁচ বছর বয়সী বোন জান্নাতুল নাঈমাকে নিয়ে তাদের মা হাসপাতালে অবস্থান করছিলেন। একদিন সন্ধ্যায় নাঈমের পাশের খালি সিটে তাদের মা ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙলে নাইমের পাশে নাঈমাকে না পেয়ে নিচতলায় যান তাদের মা। পরে দেখতে পান নাঈমাকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে।
এ সময় অন্য রোগীর স্বজনরা অপহরণকারী শহিদুল্লাহকে আটক করে পুলিশ সোপর্দ করেন। পরে নাঈমার বাবা মো. আবদুল মান্নান বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ০৯, ২০২৪
এসআইএ