ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রূপগঞ্জ উপজেলা নির্বাচনে স্থগিত থাকছে সেলিম প্রধানের প্রার্থিতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মে ১৬, ২০২৪
রূপগঞ্জ উপজেলা নির্বাচনে স্থগিত থাকছে সেলিম প্রধানের প্রার্থিতা ফাইল ছবি

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে সেলিম প্রধানের প্রার্থিতা স্থগিত রেখেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে আদালতের সময় নষ্ট করায় খরচ হিসেবে ১০ হাজার টাকা গুনতে হবে তাকে।

বৃহস্পতিবার (১৬ মে) সেলিম প্রধানের দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আট বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সেলিম প্রধানের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম নুরুল আলম। নির্বাচন কমিশন- ইসির পক্ষে শুনানি করেন খান মোহাম্মদ শামীম আজিজ, আশফাকুর রহমান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সেলিম প্রধানকে চার বছর করে কারাদণ্ড দেন আদালত। ওই সাজার কারণে গত ২৩ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল করা হয়। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সেলিম প্রধান আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করলে গত ২৮ এপ্রিল তা নামঞ্জুর হয়। পরে তিনি হাইকোর্টে রিট করেন।

ওই রিটের প্রাথমিক শুনানি শেষে গত ৩০ এপ্রিল হাইকোর্ট রুল দিয়ে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেন। সেই সঙ্গে সেলিম প্রধানের মনোনয়নপত্র গ্রহণ করতে ও তাঁকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন।

এই আদেশের বিরুদ্ধে উপজেলা নির্বাচনের আরেক চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাবিবুর রহমান ও নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করেন। গত ৬ মে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। ফলে নির্বাচনে সেলিম প্রধানের প্রার্থিতা আটকে যায়।

পরে এই আদেশ প্রত্যাহার চেয়ে পৃথক দুইটি আবেদন করেন সেলিম প্রধান। শুনানির সময় সেলিম প্রধানের আইনজীবী আবেদনগুলো প্রত্যাহার (নন-প্রসিকিউশন) করে নিতে চাইলে সময় নষ্টের কারণ উল্লেখ করে সেলিম প্রধানকে আদালত ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা খরচ দিতে নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ১৬, ২০২৪
ইএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।