ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ছিনতাইকারী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মে ২৩, ২০২৪
অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ছিনতাইকারী কারাগারে ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর হাজারীবাগে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  

বুধবার (২২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- জুয়েল মিয়া, মুন্না ও শাকিল ওরফে শান্ত।

এদিন আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  

মামলা সূত্রে জানা যায়, বুধবার ভোরে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে কয়েকজন লোক অবস্থান করছে, এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।  

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের ডাকাতি, দস্যুতা, ছিনতাই, চুরি একমাত্র পেশা। পথচারী, কলার ব্যাপারি, মুরগি ব্যবসায়ীদের টার্গেট করে নগদ টাকা, স্বর্ণালংকার, দামি মোবাইল ছিনিয়ে নিতেন তারা।

এ ঘটনায় তাদের নামে হাজারীবাগ থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, মে ২৩, ২০২৪
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।