ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

আইন ও আদালত

ট্রেনে আগুন: জামালপুর বিএনপির সা. সম্পাদকের আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মে ২৮, ২০২৪
ট্রেনে আগুন: জামালপুর বিএনপির সা. সম্পাদকের আগাম জামিন

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গত নভেম্বরে সরিষাবাড়ী স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ মে) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ও মোহাম্মদ সেলিম মিয়া।

গত ১৮ নভেম্বর রাতে জামালপুরের সরিষাবাড়ী স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকা-তারাকান্দি চলাচলকারী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে চার নারীসহ ১০ জন আহত হন।

ওই দিন দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে দাঁড়ায়। পরে তারাকান্দি স্টেশনের উদ্দেশে যাত্রা করলে ট্রেনের পেছনের বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার আব্দুস সালাম ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এতে ট্রেনের শেষদিকের বগি ‘ক’, ‘খ’, ‘গ’-তে আগুন ছড়িয়ে পড়লে দুটি বগি আগুনে ভস্মীভূত হয়।

এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন সরিষাবাড়ী রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মে ২৮, ২০২৪
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।