ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

গোপালগঞ্জে মানহানি মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
গোপালগঞ্জে মানহানি মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান তারেক রহমান

গোপালগঞ্জ: গোপালগঞ্জ আদালতে দায়েরকৃত মানহানির মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৭ আগস্ট) গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভুঁইয়া এই খালাসের আদেশ দেন।

উল্লেখ্য, বিগত ২০১৪ সালের ১৭ ডিসেম্বর তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে ওই বছরের ২১ ডিসেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন।

দীর্ঘ বছর পর আজ মামলা থেকে তারেক রহমানকে খালাসের আদেশ দেন বিচারক।

অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীসহ অন্যদের ফৌজদারি কার্য‌বি‌ধির ২৪৯ ধারায় একটি মারধরের মামলা থেকে খালাস দিয়েছেন একই আদালতের বিচারক।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ