ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিরাজগঞ্জে দলবদ্ধ ধর্ষণ: তিন যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
সিরাজগঞ্জে দলবদ্ধ ধর্ষণ: তিন যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সালমা খাতুন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- তাড়াশ উপজেলার পেঙ্গুয়ারী গ্রামের গোলাম মোস্তফার ছেলে হাসিব উদ্দিন ইমতিয়াজ ওরফে হিরণ, একই গ্রামের মো. সিদ্দিকের ছেলে মো. আতিক ও মৃত ইউনুস আলীর ছেলে মো. নয়ন।

মামলার বরাত দিয়ে আদালতের পেশকার মোক্তার হোসেন জানান, ২০১৫ সালের ১১ জুন রাত ১০টার দিকে ভিকটিম ও তার স্বামী মিলে হাসিব উদ্দিন ইমতিয়াজ ওরফে হিরণের ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে তাড়াশের আলেফের মোড় থেকে পেঙ্গুয়ারী গ্রামের নিজেদের বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার ওয়াবদা বাঁধ থেকে রানীহাটগামী আঞ্চলিক সড়কের রাঙ্গাপাড়া নামক স্থানে পৌঁছালে পাঁচজন তাদের মোটরসাইকেল থামান। এরপর তারা স্বামীর চোখ বেঁধে রেখে তার স্ত্রীকে পাশের ফাঁকা মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। ঘটনার সময় ভিকটিমের স্বামীর কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ২৫০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে ১২ জুন তাড়াশ থানায় মোটরসাইকেলের চালকসহ ছয়জনের নামে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে সবার নামে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় তিন আসামিকে এ সাজা দেন বিচারক। অভিযোগ প্রমাণ না হওয়ায় বাকি তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।