ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
আরেক হত্যা মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর  

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর এলাকায় মামুন নামে একজনকে হত্যার ঘটনায় মডেল থানার মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  

রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরদিন মিরপুর থানার সিয়াম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।   

আজ এ মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুর রহমান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এরপর আসামিপক্ষ জামিনের আবেদন করে। আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
কেআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।