ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আইন ও আদালত

সাবেক এমপি সুজনের জামিন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
সাবেক এমপি সুজনের জামিন নামঞ্জুর

ঠাকুরগাঁও: হত্যা, চাঁদাবাজি ও ভূমি দখল মামলায় গ্রেপ্তারকৃত ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জানা যায়, সুজনকে রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে প্রথমে চাঁদাবাজি ও ভূমি দখলের মামলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

পরে বাদীপক্ষের আইনজীবী ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক রহিমা খাতুন আগামী ১০ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

পরে হত্যা মামলায় তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে হাজির করা হলে তিনি তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সুজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।  

চাঁদাবাজি ও জমি দখলের মামলার বাদী মো. হাবিবুল ইসলাম বাবলু জানান, সাবেক এমপির এলাকায় ৭০ একর জমি কিনেছিলেন তিনি। কিন্তু সাবেক এমপি ও তার লোকজন ক্ষমতার জোরে অর্ধশতাধিক একর জমি দখল করে নেন। শুধু তাই নয়, তার কাছে ১০ কোটি টাকা চাঁদাও দাবি করা হয়। এ মামলায় সাবেক দুই এমপিসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

সাবেক এ এমপির নামে হত্যা, চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত চারটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।