ঢাকা: নোয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরী, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করার অভিযোগ অনুসন্ধান করে মামলার দাবি জানিয়ে আবেদন করেছেন এক আইনজীবী।
সোমবার (১৪ অক্টোবর) দুদক চেয়ারম্যান বরাবরে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ।
আবেদনে বলা হয়, বিশ্বস্থসূত্রে জানা গেছে, একরামুল করিম চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করে। তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলী, তার ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান সাবাব চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করে। যা দেশে-বিদেশে বিদ্যমান আছে।
‘এসব ব্যক্তিদের জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের অুনসন্ধান শেষে দুদক আইন-২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের, তদন্ত সম্পন্ন ও চার্জশিট দাখিল করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে’ এ আবেদন করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
ইএস/এএটি