ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

রাজবাড়ীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
রাজবাড়ীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ী: রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনিরুল কাজীকে (৪৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আক্তার জা এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত মনিরুল একই জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।  

আদালত সূত্রে জানা গেছে, ২০ বছর আগে বালিয়াকান্দি উপজেলার ছাবনিপাড়া গ্রামের মনিরুল কাজীর সঙ্গে জেলা সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বানিয়ারী গ্রামের হাসি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে হাসির বাবার বাড়িতে ঘরজামাই থাকতেন মনিরুল। পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ২৯ জুন মধ্য রাতে বাড়ির গোয়াল ঘরে হাসিকে গলা টিপে ও গরুর পানি খাওয়ার হাউসে চুবিয়ে হত্যা করেন মনিরুল। পরদিন ৩০ জুন সকালে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই দিনই হাসির ভাই ইয়াকুব আলী বাদী হয়ে মনিরুলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মনিরুল আদালতেও হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

হাসি ও মনিরুল দম্পতির ১৩ বছর বয়সী এক ছেলে এবং ১৮ ও ১০ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে।  

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত-১ এর সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, ‘আসামি আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। এছাড়া তাদের দুই সন্তান এই মামলায় আদালতে সাক্ষী দিয়েছে। ফলে মঙ্গলবার আদালত যে রায় দিয়েছেন, আমরা অনেক খুশি। বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।