যশোর: যশোরের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ আনিসুর রহমান লিটন ওরফে ফিঙে লিটন জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (২৮ অক্টোবর) যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম।
এর আগে তিনি গত ৪ সেপ্টেম্বর অস্ত্র মামলায় যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিচারক ফারজানা ইয়াসমিন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আনিসুর রহমান লিটন যশোর শহরের মোল্লাপাড়ার বদর উদ্দিনের ছেলে ।
তার আইনজীবী বিএম অনিক ইসলাম জানান, আনিসুর রহমান লিটন যশোরের বিশিষ্ট ব্যবসায়ী। তিনি লিটন ট্রাভেলসের মালিক। আনিসুর রহমান লিটন আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতন হয়েছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলাও হয়েছে। এছাড়া ১৯৯৯ সালে অস্ত্র আইনের একটি মামলায় লিটনের ১০ বছর সাজা হয়। এক পর্যায় তিনি বিদেশে পাড়ি দেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দুই দশক পর তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেন। উচ্চ আদালতে তার জামিনের আবেদন জানানো হয়। আদালত লিটনের জামিন মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
ইউজি/এএটি