ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ক্রসফায়ারে মৃত্যু: বেনজীরসহ ৯ জনের নামে ব্যবস্থার নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
ক্রসফায়ারে মৃত্যু: বেনজীরসহ ৯ জনের নামে ব্যবস্থার নির্দেশ বেনজীর আহমেদ

জয়পুরহাট: জয়পুরহাটে ২০১৬ সালে র‌্যাব হেফাজতে (ক্রসফায়ার) শাফিনুর ইসলাম শাফিন হত্যার অভিযোগ এনে আদালতে ২৫ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান ২৫ জনের মধ্যে র‌্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদ ও পুলিশ সুপার (এসপি) মোল্লা নজরুল ইসলামসহ প্রথম নয়জনের নামে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

সোমবার (২৮ অক্টোবর) নিহত শফিনের বাবা জয়পুরহাট সদরের চকমোহন গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম এ অভিযোগ দায়ের করেন।

ওই দুইজন ছাড়াও বাকি আসামিরা হলেন, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের মেজর হাসান আরাফাত, ডিএডি মো. ফিরোজ আলী খান, এসআই এনামুল হক, ডিএডি মাহফুজার রহমান, সদর থানার এসআই দেবাশীষ নন্দী, র‌্যাবের নায়েক হাবিবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান।  

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর রাত নয়টার দিকে ঢাকার উত্তরা থেকে তৎকালীন জয়পুরহাট  র‌্যাব সদস্যরা শাফিনকে গ্রেপ্তার করে। এক মাস পর ওই বছরের ২৫ অক্টোবর রাত সাড়ে তিনটার দিকে জয়পুরহাট সদর উপজেলার দাদরা জন্দিগ্রামের হেলালের পরিত্যক্ত চাতালে তাকে গুলি করে হত্যা করা হয়।  

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান হেলাল সাংবাদিকদের জানান, ২৫ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। আদালত প্রথম নয়জনের নামে অভিযোগ আমলে নিয়ে পুলিশ সুপারকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে আদালতকে অবহিত করার আদেশ দেন।  

এসপি আবদুল ওয়াহাব মোবাইল ফোনে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।