ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আইন ও আদালত

ড. আবদুস ছালামের নামে আদালত অবমাননার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
ড. আবদুস ছালামের নামে আদালত অবমাননার অভিযোগ

ঢাকা: বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায় নিয়ে বিরূপ মন্তব্য করে একটি জাতীয় দৈনিকে কলাম লেখায় ড. আবদুস ছালামের নামে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে।

বিচারকদের সংগঠন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাজহারুল ইসলামের করা আবেদনটি মঙ্গলবার (৫ নভেম্বর) শুনানি হতে পারে।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আবেদনটি তালিকাভুক্ত রয়েছে।

দৈনিক যুগান্তরে ১ নভেম্বর ‘ফিরে দেখা বিচার বিভাগ পৃথককরণ’ শীর্ষক কলামটি লেখেন ড. মোহাম্মদ আবদুস ছালাম।

এতে আদালত অবমাননা হয়েছে বলে অভিযোগ তুলে আবেদনটি করা হয়।

আবেদনে বিবাদী করা হয়েছে, লেখক ড. মোহাম্মদ আবদুস ছালাম, যুগান্তরের সম্পাদক ও প্রকাশককে।   

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।