ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ তানজিদা আক্তার পপি হত্যা মামলায় স্বামী হীরা চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার জেলা ও দায়রা জজ আদালতে ফতুল্লার গৃহবধূ পপি হত্যা মামলার বিচারকার্য শেষে আজ বিচারক আবু শামীম আজাদ রায় ঘোষণা করেছেন। মামলার তথ্য প্রমাণের ভিত্তিতে আসামি হীরা চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।