ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

ফরিদপুরে ফাঁসির পলাতক আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
ফরিদপুরে ফাঁসির পলাতক আসামি গ্রেপ্তার

ফরিদপুর: ফরিদপুরে গৃহবধূ হত্যা মামলায় ওবায়দুর মোল্লা (৩৫) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওবায়দুর মোল্যা ও নিহত গৃহবধূ সম্পর্কে চাবি-ভাতিজা।

 

বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে ওই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  

এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে জেলার সদরপুর উপজেলার এলাকা থেকে থানা পুলিশ ওবায়দুরকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার ওবায়দুর বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের ওয়াহেদ মোল্লার ছেলে।  

থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৫ মার্চে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের প্রবাসী আফসার মোল্যার স্ত্রী মনিরা বেগমের (৩০) মরদেহ বাড়ির পাশের গম ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মনিরা বেগমের ভাই রবিউল মোল্যা বাদী হয়ে ঘটনার পরদিন বোয়ালমারী থানায় একই গ্রামের ওবায়দুর মোল্যাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৮। মামলায় চলতি বছরের ২৪ মার্চ ৩০২ ও ২০১ এর (৩৪) ধারায় ওবায়দুর মোল্যাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।  

জানা যায়, নিহত মনিরার স্বামী প্রবাসে থাকার করণে ওবায়দুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে তারা চাচি-ভাতিজা। প্রেমের সম্পর্ক ফাটল ধরার জেরে ২০১৯ সালের ১৫ মার্চ মনিরাকে হত্যা করে বাড়ির পাশের গম ক্ষেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ফেলে রেখে পালিয়ে যান ওবায়দুর।  

আসামিকে গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া বোয়ালমারী থানার উপ-পরিদর্শক আ. লতিফ মণ্ডল জানান, হত্যা মামলায় ওবায়দুর অপরাধী হিসাবে শনাক্ত হয়। হত্যাকাণ্ডের পর থেকে পাঁচ বছর আত্মগোপনে ছিলেন আসামি। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওবায়দুরকে সদরপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, ফাঁসির আসামি ওবায়দুরকে গ্রেপ্তারের পর বুধবার ফরিদপুর আদালতে পাঠানো করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।