ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আইন ও আদালত

বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতা-কর্মীর জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতা-কর্মীর জামিন ফাইল ছবি

বান্দরবান: নাশকতার এক মামলায় বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতা-কর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক তাদের জামিন মঞ্জুর করেন।

সকালে আসামিরা জামিন নিতে আদালতে হাজির হন। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।  

জামিন শুনানির সময় আদালতে পক্ষ-বিপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল বেঁধে যায়। একপক্ষ জামিন চায়। আরেকপক্ষ আসামিদের জামিনের বিরোধিতা করে।

পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করে নাশকতার একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় বাদী পুলিশ।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের ৬৮ নেতা-কর্মীকে আসামি করা হয়।

আসামিপক্ষের আইনজীবী মো. ইকবাল জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ ৪৮ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে পাঁচজনকে জামিন দেওয়া হয়েছে। এ মামলায় পর্যায়ক্রমে সব আসামি আদালতে জামিনের আবেদন করবেন।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।