ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা: বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন একটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে রায় দিয়েছেন হাইকোর্ট।

ওই পার্টির চেয়ারম্যানের রিটে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে  বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রায় দেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও আইনজীবী ইমরুল কায়েস রানা।

রায়ের পরে ব্যারিস্টার এহসান এ সিদ্দিক জানান, আদালতের রায় পাওয়ার এক মাসের মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে প্রতীক বরাদ্দসহ নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

২০২২ সালের ২৬ অক্টোবর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে বিডিপি পার্টির জেনারেল সেক্রেটারি মো. কাজী নিজামুল হক স্বাক্ষরিত আবেদনপত্র জমা দেওয়া হয়।

তখন তাদের বিরুদ্ধে জামায়ত সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ওই সময় দলটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

২০২৩ সালের ১০ এপ্রিল নির্বাচন কমিশন নিবন্ধন না দিয়ে তাদের আবেদন বাতিল করে। পরে ২০২৩ সালের ২৫ মে দলটির চেয়ারম্যান হাইকোর্টে রিট করেন। সেই রিটে ২৩ জুন হাইকোর্ট রুল জারি করেন। বৃহস্পতিবার সেই রুলের ওপর রায় দেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ